চট্টগ্রামের পাহাড়তলী থানার বিটেক মোড় এলাকায় ড্রাম ট্রাকের চাপায় ঝুমুর আক্তার (১৮) নামের এক গার্মেন্ট কর্মী মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। এসময় আরো অন্তত চারজন আহত হয়েছেন। নিহত ঝুমুর ভোলা জেলার মনপুরার বাসিন্দা। তিনি একটি চট্টগ্রামে একটি গার্মেন্টে চাকরি করতেন এবং নগরীর ফইল্যাতলী এলাকার ভাড়া বাসায় থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এসআই নূর আলম আশেক জানান, বুধবার সকালে বিটেক মোড়ে একটি ট্রাক কয়েকজনকে চাপা দেয়। দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ঝুমুর নামে এক নারীকে মৃত ঘোষণা করেন। ওই নার্রী গার্মেন্ট কর্মী বলে জানা গেছে। আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন নামের এক যুবক জানান, বুধবার সকালে রাস্তা পার হচ্ছিলেন ঝুমুরসহ আরো কয়েকজন। এসময় উল্টোদিক থেকে আসা একটি ড্রাম্পট্রাক (চট্টমেট্টো-১১৪৬৮৬) ঝুমুরসহ কয়েকজনকে চাপা দেয়। এরপর গুরত্বর আহত দুইজনকে চমেকে নেয়া হয়। এরমধ্যে একজন মারা যান।
বিডি প্রতিদিন/এএম