চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ফিরোজ খান নামের (৩৫) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার লালানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ খান বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার উত্তর কলাবাড়িয়া এলাকার বাসিন্দা।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।
ফিরোজের স্বজনরা জানান, কিছুদিন ধরে তিনি লালানগর এলাকায় তার বোনের বাড়িতে থাকতেন। শুক্রবার দিবাগত রাত একটার দিকে ১৫-২০ জন সন্ত্রাসী তাকে বাড়ি থেকে ডেকে পাশের খালি জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে তারা চলে যায়। পরে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম