পান্তা ইলিশ ছাড়া কি পহেলা বৈশাখ চলে! তবে বৈশাখ সামনে রেখে ইলিশের দামে যে আগুন লেগেছে। দেশের বিভিন্ন জায়গায় কয়েক হাজার টাকা পর্যন্ত এক একটি ইলিশ বিক্রির খবর পাওয়া যাচ্ছে। এইতো দিন তিনেক আগে মাওয়ায় একটি ইলিশ ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। আর এবার পটুয়াখালীর কলাপাড়ায় আজ ১টি ইলিশ ১২ হাজার টাকায় বিক্রি হলো। আজ বিকালে ২ কেজি ৯শ’ গ্রাম ওজনের ওই ইলিশটি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ওই টাকায় ক্রয় করেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদীতে জেলে মো.শহীদ মিয়ার জালে ২৪ ইঞ্চি লম্বা ও ৮ ইঞ্চি চওড়া ২ কেজি ৯শ’ গ্রাম ওজনের ইলিশটি ধরা পরে।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল ২০১৫/শরীফ