কুষ্টিয়ার দৌলতপুরে দুর্গম পদ্মার চর এলাকায় বসবাসরত প্রায় এক হাজার নারী পুরুষ ও শিশুদের স্বাস্থ্যসেবা দিল বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গতকাল সকালে উপজেলার চিলমারী বিজিবি ক্যাম্প সংলগ্ন সরকারপাড়া সীমান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় বিকাল ৪টা পর্যন্ত।
কুষ্টিয়ায় বিজিবির ৪৭ ব্যাটালিয়নের আয়োজনে কুষ্টিয়া সেক্টর ও বিজিবি চুয়াডাঙ্গা হাসপাতালের তিনজন চিকিৎসক ও ৭ জন স্বাস্থ্য সহকারী এ সেবা দেন। সেখানে চরের শিশুসহ নারী পুুরুষ সেবা নেন। ব্যবস্থাপত্রের পাশাপাশি তাদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। বিজিবি যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম সকাল ১০টায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় সেখানে কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আবু সঈদ আল মসউদ, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদুল হক খান উপস্থিত ছিলেন। ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদুল হক খান জানান, পদ্মার এ চরে বন্যার সময় বাড়ির চারপাশে পানি থাকে। তাতে তারা পানিবাহিত রোগসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। চর পাড়ি দিয়ে শহরে স্বাস্থ্যসেবা পেতে তাদের সমস্যা। এজন্য তাদের চরে এ ক্যাম্প করা। প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম বলেন, সীমান্তরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি গরিব ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিচ্ছে বিজিবি। এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।