দীর্ঘ ১৮ বছর পর চুয়াডাঙ্গায় প্রকাশ্যে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বিকালে জেলা শহরের শহীদ হাসান চত্বরে তাদের এই শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াত নেতৃবৃন্দ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দেশের সংখ্যালঘু সম্প্রদায় আমাদের আমানত, তাদের রক্ষার দায়িত্ব আমাদের।’ অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তারা বলেন, ‘গণহত্যার বিচার করতে হবে। দুর্নীতিবাজদের শনাক্ত করে বিচার করুন। ছাত্র-ছাত্রীদের হত্যাকারীদের বিচার করতে হবে। আয়নাঘরের পরিকল্পনাকারীদের বিচার করুন। পুলিশকে জনগণের বন্ধু বানান।’
জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা আমির রুহুল আমিন।