শেরপুর প্রেস ক্লাবের ২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কমিটির সভাপতি এনটিভির কাকন রেজা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মাসুদ হাসান বাদল ও কার্যকরি সভাপতি দেশ টিভির আবদুর রফিক মজিদ। এদিকে সাতক্ষীরা প্রেস ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন আবু নাসের মো. আবু সাঈদ, সাধারণ সম্পাদক আবদুল বারী। প্রমুখ। যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন প্রমুখ।