টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল পরিষদে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। জানা যায়, কালিহাতীর ইউএনও শাহাদাত হুসেইনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কোনো কর্মকর্তা কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। শিক্ষার্থীরা দাবি করেন, কালিহাতীর ইউএনও একজন কর্মমুখী-শিক্ষাবান্ধব ও ন্যায়-নীতিবান ভালো মানুষ। তার বদলির আদেশ তারা মানেন না। তার বদলির আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনারের সিনিয়র সচিব সাগুফতা হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কালিহাতীর ইউএনওকে বদলি করে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নিয়োগ দেওয়া হয়।