গাজীপুরের কালীগঞ্জে সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে ফয়সাল হত্যা মামলার প্রধান আসামি রিমন মিয়া (২৮) দলবদ্ধ পিটুনিতে নিহত হয়েছেন। কালীগঞ্জ পৌর এলাকার খঞ্জনা ও উত্তরগাঁও গ্রামে গতকাল বিকালে দুই দফায় পিটুনির ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন। রিমন কালীগঞ্জ পৌরসভার ভাদগাতী গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, রিমন কালীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিক্রিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াত। সে সাবেক এমপি মোখলেছুর রহমান জিতু মিয়ার ছোট ছেলে ফয়সাল হত্যার প্রধান আসামি। এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ঠ ছিল। ভয়ে সাধারণ মানুষ কিছু বলতে পারত না। খঞ্জনা গ্রামে বাড়ির পাশে রবিবার বিকালে তাকে একা পেয়ে প্রথম দফা পিটুনি দেয় স্থানীয়রা। সেখান থেকে পালিয়ে পার্শ্ববর্তী উত্তরগাঁও গ্রামে যায়। সেখানে দ্বিতীয় দফায় পিটুনির শিকার হয়। স্থানীয়রা তাকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজিনা আফরিন বলেন, অজ্ঞাত এক রিকশাচালক গুরুতর জখম অবস্থায় রিমনকে হাসপাতালের বারান্দায় ফেলে রেখে যায়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করি। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।