পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পাচার করার সময় হরিণের ২৪৭ কেজি মাংস, ১৩টি মাথা জব্দ করা হয়েছে। এ সময় দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন জেলার মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়ী এলাকার আবুল কালাম (৫০) ও বরগুনার পাথরঘাটা উপজেলার গহরপুরের হারুন মোল্লা (৫৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে হরিণের মাংস পাচারকালে উপজেলার পূর্ব গয়েশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার একটি খাল থেকে একটি ট্রলার আটক করে এলাকাবাসী।