চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে গতকাল মুনিরা ইয়াসমিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মুনিরা নাচোলের কসবা ইউনিয়নের আখিলা গ্রামের শাহজাহান আলীর মেয়ে। সকাল ৮টার দিকে বাড়ির পাশে খেলতে খেলতে পুকুরে পড়ে যায় সে। বাবা তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে নেত্রকোনার কলমাকান্দায় বসতঘরের পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেছে ১৪ মাস বয়সি মাহিন নামের এক শিশু।
পোগলা ইউনিয়নের রামনাথপুর গ্রামে গতকাল বেলা ১১টার দিকে ঘটনা। মাহিন ওই এলাকার কাজল মিয়া ও রুমা দম্পতির ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সকালে মাহিনকে ঘুমে রেখে মা ঘরে রান্নার কাজ করছিলেন। কিছু সময় পর তাকে বিছানায় না পেয়ে রুমা বাড়ির লোকজনকে জানান। তারা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বসতঘরের পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মাহিনকে পাওয়া যায়।