ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০৪ বোতল বিদেশি মদ ও ৩০ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজায় গতকাল এ অভিযান চালানো হয়। আটকরা হলেন- উজ্জ্বল, মাহমুদুল হাসান, শামসুল, নজরুল ইসলাম ও রিয়াজ। আশুগঞ্জ থানার ওসি সফিউল কবির জানান, একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১০৪ বোতল বিদেশি ও পিকআপ থেকে ৩০ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।