কিশোরগঞ্জের করিমগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন একজন। গাঙ্গাইল পাঠানপাড়া গ্রামে গতকাল ঘটনাটি ঘটে। নিহত আবদুর রাজ্জাক লেবু মিয়ার (৮০) বাড়ি পাঠানপাড়া। আহত মোস্তাকিম মিয়ার (২৪) বাড়িও ওই গ্রামে। তার বাবার নাম বাচ্চু। নিহত ও আহত দুজন চাচা-ভাতিজা বলে জানা গেছে।
কাদিরজঙ্গল ইউপি চেয়ারম্যান আরিফ উদ্দীন আহমেদ কনক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে উভয়পক্ষ দা, লাঠিসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আবদুর রাজ্জাক লেবু মিয়া ঘটনাস্থলেই মারা যান। তার ভাতিজা মোস্তাকিমকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহে পাঠানো হয়েছে।