গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে নিখোঁজের ২ ঘণ্টা পর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় আকাশ মিয়া (১১) নামে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে স্থানীয়রা। আকাশ ফুলছড়ির বাজে তেলকুপি এলাকার মঞ্জু মিয়ার ছেলে। সে স্থানীয় চরকৃষ্ণমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
ফুলছড়ি থানার ওসি রাজিফুজ্জামান বসুনিয়া জানান, ওই স্কুলছাত্র গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আকাশের পরিবারের দাবি প্রতিপক্ষরা শত্রুতাবশত হত্যার উদ্দেশে হাত, পা ও মুখ বেঁধে তাকে বালুর নিচে রাখে। স্কুলছাত্রের চাচা মিলন মিয়া বলেন, আকাশ বুধবার মাগরিবের আজানের সময় নিখোঁজ হয়। ওসি রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, এর আগে ওই এলাকায় একটি হত্যার ঘটনা ঘটে। উদ্ধার স্কুলছাত্র নিহত ব্যক্তির নাতি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।