গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা-রাধাগঞ্জ খালের আটটি বাঁধ কেটে এক কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়েছে। এ সময় খালের জমিতে গড়ে ওঠা চারটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। কোটালীপাড়া উপজেলা সহকারী (ভূমি) প্রতীক দত্ত স্থানীয় কুশলা ইউনিয়ন পরিষদ ও পুলিশের সহযোগিতায় গতকাল বিশেষ অভিযান চালান।কুশলা গ্রামের সেকেন্দার আলী বলেন, প্রায় ২০ বছর ধরে কুশলা-রাধাগঞ্জ খালের বিভিন্ন স্থানে কয়েকজন প্রভাবশালী অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিলেন। দীর্ঘদিন পর উপজেলা প্রশাসনের অভিযানে খালটি দখলমুক্ত হলো। এখন স্থানীয়রা বোরো আবাদ ও গবাদিপশু পালনে উপকৃত হবেন। প্রতীক দত্ত বলেন, পর্যায়ক্রমে কোটালীপাড়া উপজেলার সব খাল দখলমুক্ত করা হবে।