রাজবাড়ীর কালুখালীতে চোর সন্দেহে নাজমুল মোল্লা (৪৫) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা যান তিনি। নাজমুল ফরিদপুরের মধুখালী উপজেলার পূর্ব গাড়াকোলা গ্রামের আহাম্মদ মোল্লার ছেলে। কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান বলেন, চোর সন্দেহে তাকে পিটিয়ে আহত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা গেছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের মাধবপুর বাজারে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় হাতে ধরা পড়েন নাজমুল। তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
নিহতের স্ত্রীর দাবি, তার স্বামী ভালো মানুষ। গত মঙ্গলবার কালুখালীর রতনদিয়া ইউনিয়নের মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন তিনি। শুক্রবার দিবাগত রাতে আত্মীয় বাড়িতে ঘুমানোর সময় চার-পাঁচজন তাকে ডাকাডাকি করে। এরপর ১০-১২ জন এসে তাকে চোর সন্দেহে মারতে থাকে।