ময়মনসিংহের তারাকান্দায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার 'বালিখাঁ নব-জাগরণ যুব সংঘ'-এর পরিচিতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার (১৩ ডিসেম্বর) এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এসময় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এড. আব্দুল কাদির, যুগ্ম আহ্বায়ক সোহরাব উদ্দিন মেম্বার, আমিনুল ইসলাম, ক্লাবের সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ