বগুড়ায় পাঁচ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে জেলা পুলিশ সুপার জেদান আল মুসা স্বাক্ষরিত অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়।
আদেশ অনুযায়ী, বগুড়া পুলিশ অফিসের ইন্সপেক্টর আবদুল হান্নানকে শিবগঞ্জে, বগুড়ার ডিএসবির ডিআইও (৩) ইন্সপেক্টর সাইদুল আলমকে ধুনটে, ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিলাদুন নবীকে সোনাতলায়, সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলামকে সারিয়াকান্দিতে এবং বগুড়া পুলিশ অফিসের ইন্সপেক্টর ফরিদুল ইসলামকে দুপচাঁচিয়া থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ ও পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমানকে পুলিশ অফিসে এবং আদমদীঘির পরদির্শক (তদন্ত) এ কে এম মঈনুদ্দীনকে সদর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।