গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় মিজান সিকদার (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের নিলফা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আহাম্মেদ আলী বিশ্বাস বলেন, বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগের মামলায় মিজান সিকদার দুই নম্বর আসামি ছিলেন। রবিবার রাতে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে যাওয়ার কর্মসূচি ছিল। ওই দিন বিকালে গাড়ি বহর সদর উপজেলার ঘোনাপাড়া পৌঁছলে আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা চালায়। এ ঘটনায় একজন নিহত ও শতাধিক আহত হন।