মানিকগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে তিন নারী গার্মেন্টশ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া চার জেলায় সড়কে প্রাণ গেছে আরও পাঁচজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে ট্রাক-গার্মেন্টকর্মীবাহী বাস সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত ও ২০ জন আহত হয়েছেন। শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবালয়ের ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী ফুলমতি (৩৫), তেওতার সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা (২২) ও ইকবাল হোসেনের স্ত্রী বিথী (৩৫)। বরিশাল : বাকেরগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল অরোহী দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মারা যায় তারা। নিহতরা হলো- বাকেরগঞ্জ পৌরসভার রুনসী এলাকার আরব আলী খানের ছেলে জয় খান (১৬) ও নাসির হাওলাদারের ছেলে সাইমুন হাওলাদার (১৭)। চট্টগ্রাম : মিরসরাই উপজেলার বারইয়ার হাটে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে বেলায়েত হোসেন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সিরাজগঞ্জ : শাহজাদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মেরাজ মন্ডল (১৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দিনাজপুর : ফুলবাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষে মারা গেছেন বেলাল হোসেন (৩৫) নামের এক যুবক। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।