নড়াইলের কালিয়া উপজেলায় সালেহা বেগম (৫৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সালেহা উপজেলার পুটিমারী গ্রামের মৃত সিদ্দিক শিকদারের স্ত্রী। দেবর সুরত শিকদার গতকাল বাড়ির পাশে জামরুল গাছে সালেহার ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে আশপাশের লোক জড়ো হন। থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, সালেহার দুই ছেলে ইব্রাহীম শিকদার (২৮) ও বিপ্লব শিকদার (২৪) চাকরি করেন। দুই ছেলের বউ নিয়ে বাড়িতে থাকতেন তিনি। সালেহা দীর্ঘদিন পেটের পিড়ায় ভুগছিলেন। যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন পরিবারের লোকজনের বরাত দিয়ে জানায় পুলিশ। সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর কুমার রায় জানান, ঝুলন্ত অবস্থায় সালেহার লাশ পাওয়া গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।