দাউদকান্দির বিশ্বরোড ঈদগাহ মদিনাতুলউলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা গতকাল সড়ক অবরোধ করে। ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা এতে অংশ নেন। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা থেকে গৌরীপুর পযর্ন্ত ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কয়েক হাজার যাত্রীবাহী বাস, মাইক্রো বাস, মালবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে। সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। যানজটে আটকা পড়া যাত্রীরা গাড়ি থেকে ছোট ছোট যানবাহনে কেউবা ২/৩ কিলোমিটার পায়ে হেঁটে অন্য গাড়িতে উঠে গন্তব্যে যেতে চেষ্টা করেন। দাউদকান্দি হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মো. শাহীনুল ইসলাম বলেন, মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধের খবর পেয়ে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অনুরোধ করলে তারা সড়ক ছেড়ে চলে যায়।