কুড়িগ্রামে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া খাদ্যসহায়তা দিয়েছে রাজারহাট উপজেলা বিএনপি। গতকাল রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাটে ৪ শতাধিক মানুষের মধ্যে এ খাদ্যসহায়তা দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ। প্রধান অতিথি তাসভিরুল ইসলাম বলেন, মানুষের দুঃখ-দুর্দশার কথা জেনে সুদূর লন্ডন থেকে দেশনায়ক তারেক রহমান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিএনপি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছে। আগামী দিনে জনগণের ভোটে দল নির্বাচিত হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।