ফরিদপুরে অতিরিক্ত মদ খেয়ে স্বপ্না বাওয়ালী (১৭) নামে আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্বপ্না চরভদ্রাসন উপজেলার চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালীর মেয়ে। এ নিয়ে দুই দিনে ফরিদপুরে মদপানে তিনজনের মৃত্যু হলো। এদিকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মদপানে জয় কুমার বিশ্বাস (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়ের চাচাতো ভাই ও ভাতিজা অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জয় মাঝিপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী বিধান কুমার বিশ্বাসের ছেলে। সোনাপুর মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।