নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই চালককে মারধর করে ট্রাক ভর্তি বালু লুটে অভিযুক্ত তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে আটক করা হয়েছে। গতকাল উপজেলার পৌরসভার গন্ধর্বপুর থেকে তাকে আটক করে যৌথবাহিনী। হাফিজুরের বাড়ি গন্ধর্বপুর। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী। প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদ অভিযোগে উল্লেখ করেন, ২৩ সেপ্টেম্বর দুটি গাড়িতে নলপাথর থেকে বালু লোড করে প্রকল্পের দিকে আসছিলেন চালক শরিফ সরদার ও আরমান মিয়া। গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পৌঁছলে হাফিজুর ও তার লোকজন গাড়ি দুটি গতিরোধ করে। ওই দুই চালককে মারপিট করে বালু লুট করে নিয়ে যায়।