চাঁদপুরে ডেঙ্গু সচেতনতায় আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী তাঁতী দল। গতকাল দুলাল খান স্কয়ার মাদরাসা মাঠে এ কর্মসূচিতে প্রধান অতিথি, কেন্দ্রীয় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। প্রধান অতিথি বলেন, ডেঙ্গু একটি ভাইরাস, এডিস মশার কামড়ে যা সংক্রমিত হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৯০ ভাগ রোগী বাসায় চিকিৎসায় ডেঙ্গু ভালো হয়।