দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের ঐতিহ্যবাহী বউমেলায় মাঠভর্তি দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দোকানে দোকানে ঘুরে পছন্দের জিনিসপত্র কিনছেন ক্রেতারা। জমজমাট এ মেলায় শুধু নারী দর্শনার্থীদের উপস্থিতি, ক্রেতারাও কেবল নারী। মেলায় প্রবেশের অনুমতি নেই পুরুষের। এমন দৃশ্যের দেখা মেলে মেলায়। বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা উপলক্ষে ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর পূজামণ্ডপ চত্বরে দিনব্যাপী এই বউমেলার আয়োজন করা হয়। প্রতি বছর লক্ষ্মীপূজার পরদিনই বউমেলা হয়। মেলায় পুরুষদের প্রবেশ নিষেধ থাকলেও মেলার প্রবেশদ্বারে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। মেয়ে, স্ত্রী কিংবা পরিবারের অন্যান্য নারী সদস্যদের নিয়ে মেলায় আসেন তারা। মেলার প্রবেশদ্বারের কাছে ভিড় জমান দূরদূরান্ত থেকে আসা পুরুষেরা। অপেক্ষা করেন মেলার ভিতরে থাকা পরিবারের নারী সদস্যদের জন্য। ফুলবাড়ীর আলাদিপুর ইউপির প্রিতম চন্দ্র রায় বলেন, স্ত্রী আর ছোট বোনকে নিয়ে মেলা দেখতে এসেছি। ভিতরে পুরুষদের প্রবেশ নিষেধ। তাই প্রবেশপথের কাছে অপেক্ষা করছি। এটা অনেক ভালো বিষয়, নারীদের নিরাপত্তার দিক থেকে। মেলার আয়োজক অশেষ রঞ্জন দাস বলেন, মেলাটি তৎকালীন জমিদার বিমল বাবু শুরু করেন। জমিদার সপরিবারে ভারতে চলে গেলেও এ মেলা সুজাপুর সার্বজনীন দুর্গামন্দির পরিচালনা কমিটির উদ্যোগে প্রতি বছর হয়ে আসছে।
মেলাটি শুধু নারীদের জন্যই। তাই মেলায় পুরুষদের প্রবেশ নিষেধ থাকে। লক্ষ্মীপূজার পরের দিন এ বউমেলার আয়োজন করা হয়।