বাগেরহাটের ফকিরহাট ও কচুয়া উপজেলার দুটি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে ফকিরহাটের আট্টাকী শীতলা মন্দিরের প্রতিমা ভাংচুর করে দৃর্বৃত্তরা।
অপরদিকে, রাতে কচুয়া উপজেলার মসনি সর্বজনিন মন্দিরের ৩টি প্রতিমা ভাংচুর করে গুড়িযে দিয়েছে দুর্বৃত্তরা।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, শনিবার দুপুরে আট্টাকী শীতলা মন্দিরে ইট ছুঁড়ে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রতিমা ভাংচুর করেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। দুর্বৃত্তদের চিহিৃত করে অটকের চেষ্টা চলছে বলে ওসি দাবি করেন।
অপরদিকে রাতে কচুয়া উপজেলার মসনি সর্বজনিন মন্দিরের ৩টি প্রতিমা দুর্বৃত্তরা ভাংচুর করে গুড়িয়ে দিয়েছে। বাধাল ইউপির চেয়ারম্যান নকিব ফয়সাল ওহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় জড়িত দুর্বৃত্তদের আটকে পুলিশ অভিযানে নেমেছে।
বিডি প্রতিদিন/ ০৬ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        