গত দু’দিনে ভারী বর্ষণে ডুবে গেছে বাগেরহাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধান-প্রধান সড়ক, বাড়ীঘরসহ নিম্নাঞ্চল। বাগেরহাট শহরে অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের ফলে রাস্তার ওপর জমে থাকা পানি নিষ্কাশন হচ্ছে না। উল্টো ড্রেনের ময়লা আবর্জনা সড়কে ভেসে বেড়াচ্ছে।
বাগেরহাট শহরের নাগেরবাজার, শালতলা, সাধনার মোড়, পুরাতন বাজার, রহাতের মোড়, মিঠাপুকুর মোড়সহ বিভিন্ন সড়ক হাঁটু পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বর্ষণে বাগেরহাটের জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। মোংলা বন্দরে জারি করা হয়েছে ৩নং সতর্ক সংকেত। এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় মাছ ধরা ট্রলারগুলো সুন্দরবনসহ উপকূলের মৎস্য বন্দরগুলোতে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাগেরহাট জেলায় ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে মোংলা আবহাওয়া অফিস। নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে আরো দুই দিন বৃষ্টিপাত অভ্যাহত থাকতে পাবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহওয়াবিদ হারুন অর রশিদ।
বিডি প্রতিদিন/নাজমুল