ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ বছর বয়সী একজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাম না বলার শর্তে মোবাইল ফোনে জানিয়েছেন, রবিবার বিকেল ৩টার দিকে একদল লোক গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। মরদেহটি বর্তমানে ধামরাই হাসপাতালে রয়েছে।
অপরজনও গুলিবিদ্ধ। তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন। তাকে আমরা উন্নত চিকিকৎসার জন্য রেফার্ড করেছি। আহত ব্যাক্তির নাম বিপ্লব হোসেন, তার বাড়ি আশুলিয়ার বাইপাল বলে জানান ওই চিকিৎসক।
এদিকে, হাসপাতালে যে মরদেহটি রয়েছে, তার ঠিকানা পাওয়া যাচ্ছে না। কেউ তার সন্ধানে হাসপাতালে আসেনি বলেও জানান তিনি। তবে অনেকে জানিয়েছেন, দেশে চলমান ছাত্র আনন্দোলন চলছে। আশুলিয়ার বাইপালে সংঘর্ষ হলে সেখানে তিনি গুলিবিদ্ধ হতে পারেন বলে ধারণা তাদের।
বিডি প্রতিদিন/এমআই