বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নরসিংদীর ১৯ পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার নরসিংদীর একটি সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে এই অনুদান বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুল ইসলাম।
সংগঠনের নরসিংদী জেলা আমীর মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের আমির সাইফুল আলম খান মিলন, জেলা সেক্রেটারি আমজাদ হোসেন, নরসিংদী শহর শাখার আমীর মাহফুজ ভুইয়া, সেক্রেটারি আবুল বাশার খান, জেলা শিবির সভাপতি তাওহিদুল ইসলাম ও সেক্রেটারি রাকিবুল ইসলাম। এ সময় শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভেলানগরে প্রথম শহীদ তাওহিদ ইসলামের বাবা রফিকুল ইসলাম।
আলোচনা শেষে নরসিংদীর ১৯ পরিবারের সদস্যদের হাতে এক লাখ করে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।
বিডি প্রতিদিন/এএ