কোমরে পরা বেল্টের মধ্যে রাখা ২ কেজি ৬১২ গ্রাম স্বর্ণ (২৫টি দ্বিখণ্ডিত স্বর্ণের বার) উদ্ধার করেছে বিজিবি। এসময় আলাল হোসেন (৪৮) ও রাজিব হোসেন (২৯) নামে দুইজনকে আটক করা হয়েছে।
উদ্ধার করা স্বর্ণ ও আটক দুই বহনকারীকে দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর কার্যালয়ে প্রেস বিফিং করেছে বিজিবি।
ব্রিফিংয়ে ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের আমঝুপি নামক স্থানে ঢাকা হতে মেহেরপুরগামী ‘‘জেআর পরিবহন” বাসে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আনুমানিক ২ কেজি ৬১২ গ্রাম স্বর্ণ (২৫টি দ্বিখণ্ডিত স্বর্ণের বার), নগদ টাকা এবং দুইটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা এই স্বর্ণের বর্তমান আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা।
লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, আটক ব্যক্তিদের নামে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর জেলা ট্রেজারিতে জমা করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত