বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণে দুই ছাত্রদল নেতা আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর বাজারসংলগ্ন স্কুলমাঠে দুর্বৃত্তরা এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এসময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আল হেলালের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, জহুরুল মাস্টার, আলেকজান্ডার, শফিউল আলম সুমন, শফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, শনিবার রাতে সাংগঠনিক সমাবেশ শেষ হওয়ার পরপরই নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটে। স্কুল মাঠে বিকট শব্দে দুটি বিস্ফোরণ হলে নেতাকর্মীরা জীবন বাঁচাতে ছোটাছুটি করার সময় দুই ছাত্রদল নেতা আহত হন। এসময় একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম বলেন, দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেলের মধ্যে দুটি বিস্ফোরিত হয়েছে। একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম