চুয়াডাঙ্গায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে জুনায়েদ আহমেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আলিয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জুনায়েদ যশোর নিউ মার্কেট এলাকার জামিল আহমেদের ছেলে।
জুনায়েদের মামা আনিছুর রহমান জানান, সোমবার মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে আসে জুনায়েদ। সকালে বাড়িতে খেলা করছিলো। এক পর্যায়ে তাকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ