ভোলার ঘুইঙ্গারহাট এলাকায় ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া ওরফে চান্দু মাঝিকে আটক করেছে যৌথবাহিনী। এসময় চান মিয়ার বাড়ি থেকে ১৫৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাজা, চারটি মোবাইল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ বিকালে তাকে আটক করা হয়। আটকের পরপরই এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ভোলা নৌকন্টিনজেন্ট এর অপারেশন অফিসার ল্যাফটেনেন্ট কমান্ডার কাজি রিফাত জুবায়ের।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, চাঁন মিয়া দীর্ঘ দিন যাবৎ ভোলা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা ও মাদক চোরাচালান করে আসছে। চান মিয়ার বিরুদ্ধে ভোলা সদর থানা এবং দৌলতখান থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভোলা দৌলতখান থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানের সময় নৌবাহিনীর সাথে বাংলাদেশ কোস্টগার্ড, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান এবং বাংলাদেশ পুলিশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/এএ