জামালপুরের মাদারগঞ্জে বেসকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মাদারগঞ্জ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান।
এছাড়া সহ সভাপতি পাটাদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও তারতাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, রাবেয়া সিরাজ বালিকা দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, খালেকন নেছা একাডেমির সহকারী শিক্ষক নাসরিন সুলতানা,মাদারগঞ্জ এ. এম. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমামুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল