ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ ২৫ দফা দাবিতে পদযাত্রা করেছে শিক্ষার্থীরা। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে সরকারী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের শহর শাখা থেকে বিশাল একটি পদযাত্রা বের হয়।
পদযাত্রাটি ঝিলটুলী, নিলটুলী, প্রেসক্লাব, জনতা ব্যাংকের মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় শিক্ষার্থীরা তাদের ২৫ দফা দাবী জানিয়ে বলেন, ছাত্র আন্দোলনে যারা হামলা চালিয়েছিল তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অনেকের নামে মামলা হলেও পুলিশ তাদের গ্রেফতার করছেনা। এছাড়া বিভিন্ন দপ্তরের দুর্নীতি বন্ধসহ ফরিদপুর শহরকে সুন্দরভাবে গড়ে তোলার দাবী জানানো হয়। শিক্ষার্থীদের দাবী মধ্যে রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে এবং দ্রুত আইনগত পদক্ষেপ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ৫০ হাজার শিক্ষার্থীর দূর্ভোগ নিরসনের জন্য বায়তুল আমান সড়কটি প্রশস্তকরন, পাসপোর্ট অফিসের দুর্নীতি বন্ধ করা, ভূমি সংক্রান্ত সকল দুর্নীতি ও হয়রানি বন্ধ, যুব উন্নয়ন, টিটিসির প্রশক্ষিনের মান উন্নত করা, বাস সিন্ডিকেট বন্ধ, ন্যার্য ভাড়া নির্ধারন, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া এবং সকল পরিবহন উম্মুক্ত করা, যানজট নিরসনে অফিস সময়ে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল ভারী যানবাহন চলাচল শহরের মধ্যদিয়ে প্রবেশ নিষিদ্ধ, শিক্ষা অফিস এর সকল দুর্নীতি তদন্ত এবং বিচার করা, মাদকের স্পট ধ্বংস করা, সাব রেজিষ্ট্রি অফিস ও দলিল লেখকদের সিন্ডিকেট দুর করাসহ বিভিন্ন কাজের বা দলিলের সরকারী খরচ জনসাধারনের সামনে উপস্থাপন ও তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন, ভোক্তা অধিকারের লোকবল বৃদ্ধি করা, পৌরসভার সকল ধরনের দুর্নীতিবাজদের দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহন, যেসব মেম্বার ও কাউন্সিলরগন অস্ত্র হাতে হামলার সাথে জড়িত ছিল তাদের দ্রুত গ্রেফতার,বিআরটিএ অফিসকে দুর্নীতিমুক্ত করা, বিদ্যুতের প্রিপেইড মিটারের অনিয়ম বা টেকনিক্যাল সমস্যা দূরীকরণ, জেলখানার সকল ধরনের সিন্ডিকেট বন্ধ আর জেলখানার খাবার-চিকিৎসার মান উন্নত করা, প্রতিটি সেক্টরে তদন্ত কমিটিতে দুইজন করে ছাত্র প্রতিনিধি রাখা।
পদযাত্রা কর্মসূচিতে ফরিদপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএম