সাতক্ষীরার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টম্বর) বেলা সাড়ে ১১ টার সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন ট্রেডে ভর্তি বাণিজ্য, প্রশিক্ষণার্থীদের টাকা আত্মসাৎ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ও ভুয়া বিল ভাউচারের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ তুলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রধান ফটকের সামনে মানববন্ধনে ইউছুফ আল আজাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, স্থানীয় গ্রাম্য ডাক্তার রতন দাশ, মুক্তিযোদ্ধা সন্তান কামাল হোসেন, মো. মাসুদ হোসেন, ডা. মহিবুল্লাহ, আব্দুর রশিদ প্রমুখ।
অবিলম্বে টিটিসি কেন্দ্র থেকে দুর্নীতিবাজ কে এম মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অপসারণ না করা হলে এলাকাবাসী সরকারের দৃষ্টি আর্কষণ করে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে মানববন্ধন থেকে ঘোষণা দেন।
এবিষয়ে সাংবাদিকরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের বক্তব্য নিতে গেলে তিনি তড়িঘড়ি করে তার কক্ষ ত্যাগ করেন।
বিডি প্রতিদিন/হিমেল