পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ এলাকায় প্রবেশের অভিযোগে মাছ ধরার সরাঞ্জামসহ ৭ জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। শক্রবার ভোরে বন বিভাগের সদস্যরা সুন্দরবনের বঙ্গোপসাগর সংলগ্ন হেতালবুনিয়া এলাকা থেকে জেলেদেরকে আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত জাল ও নৌকাসহ আনুসাঙ্গিক মালামাল উদ্ধার করা হয়।
আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আরশাদ আলীর ছেলে বিল্লাল হোসেন, মোশারাফ গাজীর ছেলে মো. খলিল, আয়ূব আলী গাজীর ছেলে তবিবুর রহমান ও ডুমুরিয়া গ্রামের আবু বক্কর মোল্যার ছেলে মাছুদুল আলী, মৃত আবুল কাসেম গাজীর ছেলে মিন্নাত গাজী, মৃত কপিল মিস্ত্রীর ছেলে ইশার আলী এবং মৃত আবুল মিস্ত্রীর ছেলে আব্দুস সুবর।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় জেলেদের আটক করে বন আইনে (সিওআর) দেড় লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল