বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলায় রংপুর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াজেদুল আরেফিন মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রংপুর মহানগরীর হাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শুক্রবার রাতে নগরীর কেরানীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ওসি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর সিটি বাজার সংলগ্ন রাজা রাম মোহন মার্কেটের সামনে গুলিতে নিহত হন সাজ্জাদ হোসেন। সাজ্জাদের মরদেহ দাফনের ৪৪ দিন পর আদালতের নির্দেশে তদন্তের স্বার্থে গত ২ সেপ্টেম্বর উত্তোলন করা হয়। এ ঘটনায় গত ২১ আগস্ট সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ