সিলেটের বিশ্বনাথে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিড়িসহ একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটক ব্যক্তির নাম জামাল আহমদ (১৯)। তিনি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কুড়িখলা গ্রামের মৃত সাজ্জাদ মিয়ার ছেলে।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের লামাকাজি বাজার পয়েন্টে স্থানীয় জনতা বিড়িসহ তাকে আটক করে পুলিশে দেন। এ সময় তার হেফাজতে থাকা ৩৮৫০০ শলাকা ভারতীয় অবৈধ বিড়ি জব্দ করে পুলিশ। এ কাজে ব্যবহৃত একটি অনটেস্ট সিএনজি চালিত অটোরিকশাও (ইঞ্জিন নাম্বার, বাজাজ-এএন-১০১১৭৭) জব্দ করা হয়।
পুলিশ সূত্র জানায়, আটক জামাল একজন সিএনজি চালক। তিনি দীর্ঘদিন ধরে নিজ গাড়িতে করে বিভিন্ন স্থানে ভারতীয় অবৈধ বিড়ি পাইকারি হিসেবে সরবরাহ করে আসছিলেন। আটকের সময় সরবরাহের উদ্দেশ্যে বিড়ির একটি চালান নিয়ে যাচ্ছিলেন তিনি। লামাকাজি পয়েন্টে এলাকায় পৌঁছালে স্থানীয় জনতার হাতে আটক হন। পরে তাকে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্বনাথ পুুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ রুবেল মিয়া জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে, পুলিশ বাদী হয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন ছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল