ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আজ শনিবার (১২ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব সদর দপ্তর সূত্রে এমন তথ্য জানা গেছে।
ফেনীর সোনাগাজী থানায় করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহ। সাংবাদিকদের কাছে র্যাবের পাঠানো খুদে বার্তায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর সোনাগাজীতে টমটমচালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি রহিম উল্লাহ।
তিনি জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷
বিডি প্রতিদিন/আশিক