পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। শনিবার সন্ধ্যায় মণ্ডপ পরিদর্শনের সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, আটোয়ারীর উপজেলা নির্বাহী অফিসার মো. শাফিউল মাজলুবিন রহমান তার সঙ্গে ছিলেন।
জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজ-খবর নেন এবং স্বেচ্ছাসেবকসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে, গত বৃহস্পতিবার তিনি বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ এবং শুক্রবার পঞ্চগড় সদর উপজেলার সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। জেলা প্রশাসক বলেন, ঐতিহ্যগতভাবে এদেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা সবাই এদেশের নাগরিক। সবার অধিকার আছে নিজ নিজ ধর্ম পালন করার। উৎসবমুখর পরিবেশে সকলের সমন্বয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকলে হাতে হাত রেখে ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই