ফরিদপুরের ভাঙ্গায় কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুই শিফটে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা নার্সারি, প্রথম শ্রেণি ও দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা উপজেলা কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি কুমারেশ ভৌমিক জানান, ভাঙ্গা উপজেলার ৩৭টি কেজি স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর ৯২০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। গত বছর থেকে মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। তখন বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট, নগদ অর্থ এবং সার্টিফিকেট দেওয়া হয়েছিল। ট্যালেন্টফুল ও সাধারণ গ্রেডে এ বৃত্তি দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ