গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাড্ডা-রামপুরা-খিলগাঁও আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক শাহীন আলম বলেছেন, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। একজন শ্রমিক ট্রেড ইউনিয়ন করলে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কিন্তু মালিকরা এটা করতে দেয় না। তাহলে শ্রমিক নেতারা কীভাবে শ্রমিকদের নিয়ন্ত্রণ করবে? ইনক্রিমেন্ট ১৫ শতাংশ বৃদ্ধি করলেও অনেক শ্রমিক আন্দোলন করবে। ট্রেড ইউনিয়ন চালু হলে মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে আন্দোলন থামানো সহজ হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। শাহীন আলম বলেন, কর্তৃপক্ষ যেটাকে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ হিসেবে দেখাচ্ছে আমরা সেটাকে শ্রমিকের অধিকার হিসেবে দেখি। সম্প্রতি সরকারের পক্ষ থেকে বার্ষিক ইনক্রিমেন্ট ৯ শতাংশ নির্ধারণ করেছে। এরপরই সাভার ও আশুলিয়ার ২৯টি গার্মেন্টসশ্রমিকরা বিক্ষোভ করে কারখানা বন্ধ ঘোষণা করেন। এসব কারখানায় সব মিলিয়ে ১ লাখের মতো শ্রমিক কাজ করে। কিন্তু সারা দেশে প্রায় ৪০ লাখের বেশি গার্মেন্টস শ্রমিক রয়েছে। সবাই আন্দোলনে নামেনি। যাদের কাছে মনে হয়েছে এই ইনক্রিমেন্ট তাদের জীবনযাত্রার সঙ্গে মানানসই নয়, তারাই আন্দোলনে নেমেছে। এটা স্বাভাবিক ঘটনা। দাবি জানানো শ্রমিকের অধিকার। কিন্তু দাবি জানাতে গেলে শ্রমিক অসন্তোষের কথা বলে তাদের বাধা দেওয়া উচিত নয়। তিনি বলেন, দেশে প্রায় ৪ হাজারের বেশি গার্মেন্টস রয়েছে। শ্রমিক আন্দোলন ছাড়াও সারা বছরই গার্মেন্টসগুলোতে রেশন, বেতন বৃদ্ধি, টিফিনসহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন লেগেই থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি আন্দোলন হয় বকেয়া বেতনের দাবিতে। বাহির থেকে মানুষ শুধু আন্দোলনই দেখে। কিন্তু কীসের জন্য আন্দোলন হচ্ছে সেটা কেউ দেখতে চায় না। বেতনের দাবিতে আন্দোলন করা শ্রমিকের অধিকার। অথচ শ্রমিকদের যৌক্তিক আন্দোলনকে অনেকেই অন্য দিকে ডায়ভার্ট করে দেয়। এ শ্রমিক নেতা আরও বলেন, প্রতিমাসে শ্রমিকদের নিয়ে ডব্লিউপিসি মিটিং করার কথা থাকলেও গার্মেন্টস মালিকরা সেই মিটিং করার সুযোগ দেন না। মালিকরা নিজের পছন্দের লোক দিয়ে ডব্লিউপিসির পকেট কমিটি বানিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করে। যার ফলে অধিকাংশ সমস্যা শুরু হয়। ট্রেড ইউনিয়ন সক্রিয় থাকলে আমরা শ্রমিক ও মালিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করতে পারতাম। তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে আবাসন ব্যবস্থা ও রেশনের দাবি জানিয়ে আসছি। এ ছাড়া কর্তৃপক্ষের সঙ্গে সর্বশেষ বৈঠকেও বাজার মূল্যায়ন করে মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছি। এসব মেনে নিলে শ্রমিকরা ভালো থাকবে। আর শ্রমিকরা ভালো থাকলে দেশের গার্মেন্টস শিল্পের অগ্রগতি বৃদ্ধি পাবে।
শিরোনাম
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
প্রকাশ:
০০:০০, শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
আপডেট:
০১:৫৫, শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে
-- শাহীন আলম
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর