গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাড্ডা-রামপুরা-খিলগাঁও আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক শাহীন আলম বলেছেন, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। একজন শ্রমিক ট্রেড ইউনিয়ন করলে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কিন্তু মালিকরা এটা করতে দেয় না। তাহলে শ্রমিক নেতারা কীভাবে শ্রমিকদের নিয়ন্ত্রণ করবে? ইনক্রিমেন্ট ১৫ শতাংশ বৃদ্ধি করলেও অনেক শ্রমিক আন্দোলন করবে। ট্রেড ইউনিয়ন চালু হলে মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে আন্দোলন থামানো সহজ হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। শাহীন আলম বলেন, কর্তৃপক্ষ যেটাকে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ হিসেবে দেখাচ্ছে আমরা সেটাকে শ্রমিকের অধিকার হিসেবে দেখি। সম্প্রতি সরকারের পক্ষ থেকে বার্ষিক ইনক্রিমেন্ট ৯ শতাংশ নির্ধারণ করেছে। এরপরই সাভার ও আশুলিয়ার ২৯টি গার্মেন্টসশ্রমিকরা বিক্ষোভ করে কারখানা বন্ধ ঘোষণা করেন। এসব কারখানায় সব মিলিয়ে ১ লাখের মতো শ্রমিক কাজ করে। কিন্তু সারা দেশে প্রায় ৪০ লাখের বেশি গার্মেন্টস শ্রমিক রয়েছে। সবাই আন্দোলনে নামেনি। যাদের কাছে মনে হয়েছে এই ইনক্রিমেন্ট তাদের জীবনযাত্রার সঙ্গে মানানসই নয়, তারাই আন্দোলনে নেমেছে। এটা স্বাভাবিক ঘটনা। দাবি জানানো শ্রমিকের অধিকার। কিন্তু দাবি জানাতে গেলে শ্রমিক অসন্তোষের কথা বলে তাদের বাধা দেওয়া উচিত নয়। তিনি বলেন, দেশে প্রায় ৪ হাজারের বেশি গার্মেন্টস রয়েছে। শ্রমিক আন্দোলন ছাড়াও সারা বছরই গার্মেন্টসগুলোতে রেশন, বেতন বৃদ্ধি, টিফিনসহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন লেগেই থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি আন্দোলন হয় বকেয়া বেতনের দাবিতে। বাহির থেকে মানুষ শুধু আন্দোলনই দেখে। কিন্তু কীসের জন্য আন্দোলন হচ্ছে সেটা কেউ দেখতে চায় না। বেতনের দাবিতে আন্দোলন করা শ্রমিকের অধিকার। অথচ শ্রমিকদের যৌক্তিক আন্দোলনকে অনেকেই অন্য দিকে ডায়ভার্ট করে দেয়। এ শ্রমিক নেতা আরও বলেন, প্রতিমাসে শ্রমিকদের নিয়ে ডব্লিউপিসি মিটিং করার কথা থাকলেও গার্মেন্টস মালিকরা সেই মিটিং করার সুযোগ দেন না। মালিকরা নিজের পছন্দের লোক দিয়ে ডব্লিউপিসির পকেট কমিটি বানিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করে। যার ফলে অধিকাংশ সমস্যা শুরু হয়। ট্রেড ইউনিয়ন সক্রিয় থাকলে আমরা শ্রমিক ও মালিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করতে পারতাম। তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে আবাসন ব্যবস্থা ও রেশনের দাবি জানিয়ে আসছি। এ ছাড়া কর্তৃপক্ষের সঙ্গে সর্বশেষ বৈঠকেও বাজার মূল্যায়ন করে মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছি। এসব মেনে নিলে শ্রমিকরা ভালো থাকবে। আর শ্রমিকরা ভালো থাকলে দেশের গার্মেন্টস শিল্পের অগ্রগতি বৃদ্ধি পাবে।
শিরোনাম
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
প্রকাশ:
০০:০০, শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
আপডেট:
০১:৫৫, শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে
-- শাহীন আলম
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর