গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাড্ডা-রামপুরা-খিলগাঁও আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক শাহীন আলম বলেছেন, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। একজন শ্রমিক ট্রেড ইউনিয়ন করলে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কিন্তু মালিকরা এটা করতে দেয় না। তাহলে শ্রমিক নেতারা কীভাবে শ্রমিকদের নিয়ন্ত্রণ করবে? ইনক্রিমেন্ট ১৫ শতাংশ বৃদ্ধি করলেও অনেক শ্রমিক আন্দোলন করবে। ট্রেড ইউনিয়ন চালু হলে মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে আন্দোলন থামানো সহজ হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। শাহীন আলম বলেন, কর্তৃপক্ষ যেটাকে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ হিসেবে দেখাচ্ছে আমরা সেটাকে শ্রমিকের অধিকার হিসেবে দেখি। সম্প্রতি সরকারের পক্ষ থেকে বার্ষিক ইনক্রিমেন্ট ৯ শতাংশ নির্ধারণ করেছে। এরপরই সাভার ও আশুলিয়ার ২৯টি গার্মেন্টসশ্রমিকরা বিক্ষোভ করে কারখানা বন্ধ ঘোষণা করেন। এসব কারখানায় সব মিলিয়ে ১ লাখের মতো শ্রমিক কাজ করে। কিন্তু সারা দেশে প্রায় ৪০ লাখের বেশি গার্মেন্টস শ্রমিক রয়েছে। সবাই আন্দোলনে নামেনি। যাদের কাছে মনে হয়েছে এই ইনক্রিমেন্ট তাদের জীবনযাত্রার সঙ্গে মানানসই নয়, তারাই আন্দোলনে নেমেছে। এটা স্বাভাবিক ঘটনা। দাবি জানানো শ্রমিকের অধিকার। কিন্তু দাবি জানাতে গেলে শ্রমিক অসন্তোষের কথা বলে তাদের বাধা দেওয়া উচিত নয়। তিনি বলেন, দেশে প্রায় ৪ হাজারের বেশি গার্মেন্টস রয়েছে। শ্রমিক আন্দোলন ছাড়াও সারা বছরই গার্মেন্টসগুলোতে রেশন, বেতন বৃদ্ধি, টিফিনসহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন লেগেই থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি আন্দোলন হয় বকেয়া বেতনের দাবিতে। বাহির থেকে মানুষ শুধু আন্দোলনই দেখে। কিন্তু কীসের জন্য আন্দোলন হচ্ছে সেটা কেউ দেখতে চায় না। বেতনের দাবিতে আন্দোলন করা শ্রমিকের অধিকার। অথচ শ্রমিকদের যৌক্তিক আন্দোলনকে অনেকেই অন্য দিকে ডায়ভার্ট করে দেয়। এ শ্রমিক নেতা আরও বলেন, প্রতিমাসে শ্রমিকদের নিয়ে ডব্লিউপিসি মিটিং করার কথা থাকলেও গার্মেন্টস মালিকরা সেই মিটিং করার সুযোগ দেন না। মালিকরা নিজের পছন্দের লোক দিয়ে ডব্লিউপিসির পকেট কমিটি বানিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করে। যার ফলে অধিকাংশ সমস্যা শুরু হয়। ট্রেড ইউনিয়ন সক্রিয় থাকলে আমরা শ্রমিক ও মালিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করতে পারতাম। তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে আবাসন ব্যবস্থা ও রেশনের দাবি জানিয়ে আসছি। এ ছাড়া কর্তৃপক্ষের সঙ্গে সর্বশেষ বৈঠকেও বাজার মূল্যায়ন করে মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছি। এসব মেনে নিলে শ্রমিকরা ভালো থাকবে। আর শ্রমিকরা ভালো থাকলে দেশের গার্মেন্টস শিল্পের অগ্রগতি বৃদ্ধি পাবে।
শিরোনাম
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ:
০০:০০, শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
আপডেট:
০১:৫৫, শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে
-- শাহীন আলম
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর