মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় রেখা রাণী দাস (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জৈনসার ইউনিয়নের চাইনপাড়া এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রেখা রাণী দাস ভাটিমভোগ এলাকার গৌরাঙ্গ দাসের স্ত্রী।
তার ভাই অনিল চন্দ্র বিশ্বাস বলেন, আমার বোন রেখা রাণী দাসকে গতকাল বিকেল ৫টার দিকে তার পাশের বাড়ির শিশু শিহাব (৮) ডেকে নিয়ে যায়। এরপর আমার বোন আর বাড়িতে ফেরেনি। রাতেই তার ছেলে-মেয়েরা খোঁজাখুজি করে।
তিনি বলেন, সকালে তাকে খুঁজতে বের হয়ে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চাইনপাড়া গ্রামের একটি ডোবায় তার মরদেহ দেখে তারা। পরে আমরা পুলিশকে খবর দিলে মরদেহ থানায় নিয়ে আসা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, মরদেহটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/কেএ