ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গেলে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ৬ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ডের কাছে। দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেয়। তারা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে আসে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত সহকারি চিকিৎসক আক্তার হোসেন জানান, বাস দুর্ঘটনায় ১১ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উদ্ধার কাজে অংশগ্রহণকারী ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক নোমান হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বরগুনা থেকে চট্টগ্রামগামী পরিবহনের একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ