অভিনেত্রী তাজিন আহমেদ অভিনয়ে আসার কয়েক বছর আগে উপস্থাপনা করেন। বাংলাদেশ টেলিভিশনের 'চেতনা' অনুষ্ঠান দিয়ে তিনি উপস্থাপনা শুরু করেন। এরপর অনেক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে তিনি প্রশংসিত। তবে টানা ১০ বছর কোনো অনুষ্ঠানেরই উপস্থাপনা করেননি। এনটিভিতে প্রচার চলতি 'টিফিনের ফাঁকে' অনুষ্ঠানটির উপস্থাপনা করে আসছেন তাজিন আহমেদ বিগত ১০ বছর যাবৎ। দীর্ঘ এই ১০ বছরের পথ চলায় 'টিফিনের ফাঁকে' উদ্যাপন করলো 'সকল শিশু উড়ে বেড়াক' মুক্ত আকাশে স্লোগানের সঙ্গে অনুষ্ঠানটির ৪৪১তম পর্ব। বিশেষ এই পর্বটি আজ বিকেল ৫টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে বলে জানান তাজিন আহমেদ।