সেন্সরে গেল প্রয়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা চাষী নজরুল ইসলামের শেষ চলচ্চিত্রে 'অন্তরঙ্গ'। কার্নিভ্যাল মোশন পিকচার লিমিটেডের প্রযোজনায় ২০১৩ সালের শেষ দিকে মহরতের মাধ্যমে শুরু হয় ছবিটির কাজ। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আলিশা প্রধান ও ইমন। এ ছাড়া আরও আছেন অমিত হাসান, অরুণা বিশ্বাস প্রমুখ। আলিশা প্রধান বলেন, 'খ্যাতিমান নির্মাতা চাষী নজরুল ইসলামের হাত ধরে চলচ্চিত্রে কাজ শুরু করি। আমি ছবিটি মুক্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবির নির্মাতা বেঁচে থাকলে আমার এই আনন্দ দ্বিগুণ হয়ে যেত। ছবির শুটিংয়ের জন্য চাষী স্যার অনেক কষ্ট করেছেন। এ ছবির জন্য সবাই অনেক কষ্ট করেছেন। তবুও খুশি, ছবিটি মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে।