মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে (মসজিদুল হারাম) নতুন দুই জন ইমাম নিয়োগ দেয়া হয়েছে। সেই সাথে মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতেও দুই জন নতুন ইমান নিয়োগ দেয়া হয়েছে।
শেখ বদর বিন মুহাম্মদ আল তুরকি ও শেখ আল-ওয়ালিদ বিন খালিদ আল-শামসান ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন মক্কার গ্র্যান্ড মসজিদে।
আর মসজিদে নববীতে ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মুহাম্মদ বিন আহমেদ বারহাজি ও শেখ আব্দুল্লাহ বিন আব্দুল মোহসেন আল-কারাফি।
এক রাজকীয় ডিক্রিতে তাদের নিয়োগ দেয়া হয়।
বিডি প্রতিদিন/নাজমুল