লেবাননে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ অব্যাহত। বুধবারের সীমান্তের কাছে তীব্র লড়াই হয়েছে। তারই মধ্যে উত্তর গাজায় নতুন করে অভিযান চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। উত্তর গাজা থেকে বেসামরিক সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বস্তুত, এর আগে দক্ষিণ গাজায় অভিযান চালানোর সময় সেখানে অবস্থিত বিরাট শরণার্থী শিবির থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। যা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হয়েছিল। কিন্তু তার পরেও ইসরায়েল অভিযান বন্ধ করেনি।
জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থী-সংক্রান্ত মঞ্চের প্রধান বুধবার জানিয়েছেন, উত্তর গাজার পরিস্থিতি নারকীয়। অন্তত ৪০ হাজার মানুষ সেখানে আটকে আছেন। ইসরায়েল নতুন করে উদ্বাস্তুদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ায় আবার শরণার্থী শিবির ছেড়ে মানুষ পালাতে বাধ্য হচ্ছেন। উত্তর গাজার সবচেয়ে বড় ক্যাম্প জাবালিয়া। সেই ক্যাম্প ছেড়ে সবাই আবার পালাতে শুরু করেছেন। তারা জানেন না, কোথায় গিয়ে থাকবেন। জাতিসংঘের রিপোর্টে জানানো হয়েছে, গাজায় পোলিও শিবির পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে জাতিসংঘ। ভয়ংকর খাদ্য সংকট শুরু হয়েছে। এ পরিস্থিতির মধ্যেই মানুষ পালাচ্ছে।
লেবাননে গাজার মতো অভিযান নয় : মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ম্যাথিউ মিলার বুধবার জানিয়েছেন, ইসরায়েলকে বলা হয়েছে, লেবাননে যেন তারা গাজার মতো অভিযান না চালায়। তার কথায়, ‘একটি বিষয় খুব স্পষ্ট করে বলছি। লেবাননে ইসরায়েলের সেনা অভিযান যেন কোনোভাবেই গাজার মতো না হয়।’ এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, হিজবুল্লাকে সমর্থন করলে লেবাননকে তারা গাজা বানিয়ে ছাড়বেন। মিলার বলেন, ‘গাজার পরিস্থিতি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। বিশেষত চিন্তিত উত্তর গাজার অবস্থা নিয়ে। আমাদের দুই রাষ্ট্রের মধ্যে এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।’
এদিকে জাতিসংঘের খাদ্যবিষয়ক সংস্থা জানিয়েছে, কয়েক মাসের মধ্যে সবচেয়ে কম খাবার গাজায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কারণ, খাবারের ট্রাক সর্বত্র ঢুকতে পারছে না। তাদের আটকে দেওয়া হচ্ছে। তবে একই সঙ্গে তারা জানিয়েছেন, লেবাননে যারা ইতোমধ্যেই ঘর ছাড়া হয়েছেন, তাদের জন্য যথেষ্ট পরিমাণ সাহায্য পাঠানো সম্ভব হচ্ছে।
লেবাননে দুই হিজবুল্লাহ কমান্ডার পাঁচ স্বাস্থ্যকর্মীসহ নিহত ১৬ : দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় পাঁচ জরুরি উদ্ধারকর্মী নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, গতকাল সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরের একটি গ্রামে ইসরায়েলের হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলের সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি অন্য বিমান হামলায় হিজবুল্লাহর দুই কমান্ডার নিহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের একজন আহমেদ মুস্তাফা আলহাজ আলী। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তিনি উত্তর ইসরায়েলের খায়রাত শমোনা শহরে হাজারো রকেট ও ট্যাংক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য দায়ী ছিলেন। হামলায় নিহত আরেক কমান্ডার মুহাম্মাদ আলী হামদান। তিনি উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী বলে দাবি করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আরও বলেছে, তারা বৈরুতের বিভিন্ন অস্ত্রাগারে হামলা চালিয়েছে। রাতভর দক্ষিণ লেবাননের অন্যান্য সামরিক অবকাঠামোতেও হামলা করা হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর কোনো মন্তব্য পাওয়া যায়নি। এএফপির এক খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা লেবাননে স্থল হামলার পরিসর বাড়িয়েছেন। মঙ্গলবার লেবাননের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও হামলা শুরু করেছে তারা। হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার তিন দিন পর ৩০ সেপ্টেম্বর দেশটির দক্ষিণ সীমান্ত দিয়ে ঢুকে ইসরায়েলি সেনারা স্থল হামলা শুরু করেন। বিমান হামলার পাশাপাশি এক সপ্তাহের বেশি সময় ধরে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সম্মুখ লড়াই চলছে।